আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বিএনপি নেতা আসলামের জামিন আপিলে স্থগিত

বিএনপি নেতা আসলামের জামিন আপিলে স্থগিত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২০ জুন পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলা হয়েছে। রোববার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরদিকে আসলাম চৌধুরী পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২ জুন চেম্বার আদালত রাজধানীর রমনা ও কোতোয়ালি থানায় করা দুই মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে দেয়া জামিন বহাল রেখে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন। পরে শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।