আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র ফিরেছে : নজরুল

বিএনপির হাত ধরে বারবার গণতন্ত্র ফিরেছে : নজরুল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইতিহাস বলে- দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে বিএনপির হাত ধরে। এবারও ফিরে আসবে। তখন গণমাধ্যম বন্ধ, সাংবাদিকদের চাকরিচ্যুতি, সাগর-রুনি হত্যাসহ অন্য সাংবাদিকদের হত্যারও বিচার হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশে সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ, দৈনিক দিনকালসহ বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালা কানুন বাতিলের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বিএনপি এক পা এগোচ্ছে, দুই পা পেছাচ্ছে’- এমন অভিযোগের জবাবে নজরুল ইসলাম বলেন, এটা কৌশলগত ব্যাপার। আমরা এগিয়ে চলেছি। দেশের বিপুল সংখ্যক মানুষ আন্দোলন-সংগ্রামে যুক্ত হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে, গ্রামে গ্রামে বিশাল বিশাল মিছিল হচ্ছে। সাধারণ আমরা মানুষকে সম্পৃক্ত করছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের রাষ্ট্রক্ষমতার পরিবর্তন চাই। অন্য কারও মতো যদি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইতাম তাহলে এসবের প্রয়োজন হতো না। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছে, তাদের উজ্জীবিত করছে। তাদের নিয়ে লড়াই করে বিজয়ী হতে চাচ্ছে। এই কৌশল সঠিক, এতে আমরা বারবার বিজয়ী হয়েছি। বিএসপিপি আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন সমাবেশে সভাপতিত্বে করেন, সঞ্চালনা করে সংগঠনটির সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী। এসময় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।