আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বিক্রেতাদের সিন্ডিকেট ভেঙ্গে সস্তায় তরমুজ বিক্রি করছেন মেয়র

বিক্রেতাদের সিন্ডিকেট ভেঙ্গে সস্তায় তরমুজ বিক্রি করছেন মেয়র


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২১ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর সাধারণ মানুষ যাতে সহনীয় মূল্যে তরমুজ ক্রয় করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে তরমুজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের তরমুজের অগ্নিমূল্যের হাত থেকে ক্রেতা সাধারণকে রক্ষা করতে ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা-ভোক্তারা। তরমুজ বিক্রেতাদের সিন্ডিকেট ভেঙ্গে সস্তায় তরমুজ বিক্রি শুরু করলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। স্থানীয় ব্যবসায়ীরা গেল কয়েক সপ্তাহ ধরে তরমুজ আমদানি করে বিক্রি করছেন চড়া মূল্যে। পিস হিসেবে তরমুজ কিনে আনা হলেও গাংনী বাজারে প্রতি কেজি বিক্রি করা হয়েছে ৬০-৮০ টাকা কেজি দরে। বিষয়টি নিয়ে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী পৌর পরিষদের সদস্যদের নিয়ে বাজার মনিটরিং করেন। সহনীয় পর্যায়ে দর রাখাতে অনুরোধ করেন মেয়র। তবে ব্যবসায়ী সিন্ডিকেট মেয়রের অনুরোধ বর্জন করে তরমুজ বিক্রি বন্ধের ঘোষণা দেন। পরে সাধারণ মানুষের কথা ভেবে পৌরসভার পক্ষ থেকে তরমুজ আমদানি করে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়।
স্বল্পমুল্যে তরমুজ ক্রয় করতে ভিড় জমাচ্ছে মেহেরপুরের বিভিন্ন এলাকার ক্রেতাসাধারণ।