আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিক্ষোভে ৩ শতাধিক নিহতের কথা স্বীকার করলো ইরান

বিক্ষোভে ৩ শতাধিক নিহতের কথা স্বীকার করলো ইরান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২২ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ইরানে বিক্ষোভকে ঘিরে অস্থিরতায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে প্রথমবারের মতো নিহতদের সংখ্যা প্রকাশ কররো ইরানের রেভল্যুশনারি গার্ড।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়, আধাসামরিক বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদেহ গার্ডের ঘনিষ্ঠ একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে বলেছেন, ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বেশ কিছু ‘শহীদ’ রয়েছে।  নিরাপত্তা বাহিনী যে সদস্যরা নিহত হয়েছেন তাদেরকে ‘শহীদ’ বলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ বিক্ষোভে গণমাধ্যমের সংবাদ সংগ্রহের ব্যাপারটি ব্যাপকভাবে সীমিত করে দিয়েছে।

সূত্র: সিবিএস নিউজ, ভয়েস অফ আমেরিকা