আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিজেপির মিডিয়া সেন্টার ফাঁকা

বিজেপির মিডিয়া সেন্টার ফাঁকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২১ , ৩:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কলকাতার হেস্টিংস অঞ্চলে বিজেপির নির্বাচনী সদর দফতর ফাঁকা পড়ে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানো সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই দলের নেতাদের আর এখানে দেখা নেই।
অলস অপেক্ষা শুধু মিডিয়া কর্মীদের। যদিও আলাদা আলাদা বুথে যাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য বিশাল আয়োজন করেছিল বিজেপি।
ভোটগণনায় প্রাথমিকভাবে অনেক ব্যবধান বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। নির্বাচন কমিশনের (ইসি) সবশেষ তথ্য বলছে, ভোট প্রবণতায় ২০৭টি আসনে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ১০০ আসন পার করতে পারেনি বিজেপি। দলটি এগিয়ে ৮১ আসনে। রাজ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯২ আসনে। এর মধ্যে ২০৮ আসনে এগিয়ে ঘাসফুল শিবির। রাজ্যের সরকার গঠন করতে দরকার ১৪৮ আসন, যা ইতোমধ্যে অর্জন হয়ে গেছে তৃণমূলের। সূত্র: বিবিসি বাংলা, আনন্দবাজার