আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিনা কর্তনে সেন্সর পেয়েছে ‘কথা দিলাম’

বিনা কর্তনে সেন্সর পেয়েছে ‘কথা দিলাম’


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২২ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম জুটির প্রথম সিনেমা ‘কথা দিলাম’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা রকিবুল আলম রাকিব। তিনি বলেন ‘আলহামদুলিল্লাহ , আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে আমার নতুন সিনেমা ‘কথা দিলাম’। নির্মাতা রকিবুল আলম রাকিব আরও বলেন, ‘জসীম উদ্দিন আকাশ ভাই ‘কথা দিলাম’ সিনেমাটা প্রযোজনা করছেন। তার পাশাপাশি এই সিনেমাটা গল্প ও সবগুলো গান লিখেছেন। আশা করছি ‘কথা দিলাম’ সিনেমার মাধ্যমে দর্শক নতুন করে চিত্রনায়িকা কেয়াকে দেখতে পারবেন।’ ‘কথা দিলাম’ সিনেমাতে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন,সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালক করছেন পরাগ বিশ্বাস, এস এই টুটল, আকাশ মাহামুদ, রোহান রাজ। ‘কথা দিলাম’ সিনেমাতে গান গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি করসিত দাস।