আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২-এ অস্ট্রেলিয়ায়

ভারতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২-এ অস্ট্রেলিয়ায়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২০ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগামী বছরের পূর্বনির্ধারিত টি-২০ বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে করোনা ভাইরাসের মহামারিজনিত পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি স্বাগতিক অস্ট্রেলিয়া আয়োজন করবে ২০২২ সালে।

ক্রিকেটের বিশ্বসংস্থা আইসিসি গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নেয়। পূর্বসূচি অনুযায়ী এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। আইসিসি গত মাসে এটি স্থগিত করে দেয়।

করোনা ভাইরাসের মহামারিজনিত পরিস্থিতিতে এর আগে এশিয়া কাপও স্থগিত হয়ে যায়।

ভারতে ২০২১ সালের টি-২০ আসরটি অবশ্য আগে থেকেই নির্ধারিত ছিল। খেলা হবে অক্টোবর-নভেম্বরে। টুর্নামেন্টের ফরম্যাট বদলাবে না। এ বছরের আসরে যোগ্যতা অর্জনকারী দেশগুলো ভারতের টুর্নামেন্টটিতে সরাসরি খেলবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার আসরটির জন্য যারা টিকিট কেটেছিলেন সেটির অর্থ ফেরত দেবে আইসিসি।