আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশেষ অনুমতি নিয়ে ফিরছেন জামাল ভূঁইয়া

বিশেষ অনুমতি নিয়ে ফিরছেন জামাল ভূঁইয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শনিবার এমিরেটসের ফ্লাইটে ঢাকাগামী ফ্লাইটে উঠতে পারেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশব্যাপী লকডাউনের কারণে কোপেনহেগেন থেকে ফেরার জন্য বিশেষ অনুমতি না থাকায় বিমানের বোর্ডিং পাস দেওয়া হয়নি তাকে। তবে ৩১ বছর বয়সী তারকার আপাতত জটিলতার অবসান হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকায় ফিরতে যাচ্ছেন জামাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রবিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি দেওয়া হয়। যেন জামালকে বিশেষ অনুমতি দেওয়া হয় দেশে ফেরার জন্য। বিশেষ অনুমতির চিঠির পর জামালের ফ্লাইট নিশ্চিত হয়েছে। এই প্রসঙ্গে জামালের ক্লাব সাইফ স্পোর্টিংর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘জামালের বাংলাদেশি পাসপোর্ট না থাকায় এই সমস্যা হয়েছে। তবে বাফুফের মাধ্যমে বিশেষ অনুমতি সংক্রান্ত চিঠি পাঠানোর পর জামালের ফ্লাইটে চড়তে আর কোনও সমস্যা থাকেনি।’ আপাতত জামাল ঢাকায় এসে প্রিমিয়ার লিগ খেলবেন। তারপর বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নেবেন।