আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিশ্ব সংবাদ বাবাকে হত্যাচেষ্টা, যা বললেন ট্রাম্পপুত্র

বিশ্ব সংবাদ বাবাকে হত্যাচেষ্টা, যা বললেন ট্রাম্পপুত্র


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৪ , ৩:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক ;    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর শনিবার (১৩ জূলাই) নির্বাচনী সভায় হামলা হয়েছে। ট্রাম্পকে লক্ষ্য করে অন্তত পাঁচবার হামলা চালানো হয়েছে। কানে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্বয়ং ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও একজন দর্শক নিহত হয়েছে। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছে আরও দুইজন।   এই হামলার পর বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার বাবা ভালো আছে।   ট্রাম্প জুনিয়র বলেছেন, আমি মাত্রই আমার বাবার সঙ্গে কথা বলেছি এবং তিনি ভালো আছেন। আমেরিকাকে রক্ষার লড়াই তিনি কখনোই বন্ধ করবেন না, উগ্রবাদীরা কী ছুড়ল, তাতে কিছু যায় আসে না।

তবে তিনি ট্রাম্পের সমাবেশে ছিলেন না বলে সিবিএস নিউজ নিশ্চিত করেছে। এর আগে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার বাবা ও হতাহতদের পরিবারের প্রতি ভালোবাসা ও প্রার্থনা জানিয়েছেন।  ইভাঙ্কা ট্রাম্প এক্সে লিখেছেন, দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আমি সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি আমার প্রার্থনা সবসময়। তোমায় আজ এবং সর্বদা ভালোবাসি বাবা।