আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বকাপ দল থেকে বাদ স্মিথ-ম্যাক্সওয়েল!

বিশ্বকাপ দল থেকে বাদ স্মিথ-ম্যাক্সওয়েল!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২১ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগস্টের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তার আগে পাঁচটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। জৈব সুরক্ষা বলয় এবং করোনার বিধিনিষেধের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফর করতে আগ্রহী নন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, মার্কাস স্টইনিস, কেন রিচার্ডসন ও রাইলি মেরিডিথরা। আইপিএলে খেলা এই ক্রিকেটারদের সঙ্গে চোটের কারণে নেই স্টিভ স্মিথও।
উইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া অসি ক্রিকেটারদের উদ্দেশে অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, এই ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন। যারা ছন্দে রয়েছেন তাদেরই দলে নেওয়া হয়। এ সফরে যে ক্রিকেটাররা রয়েছেন, প্রথম সুযোগ তাদেরই প্রাপ্য। নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে এই ক্রিকেটারদের। তিনি আরও বলেন, আন্তর্জাতিকে কোনো ক্রিকেটারকে একেবারে অগ্রাহ্য করা কঠিন। কিছু ক্রিকেটার তাই অবশ্যই সুযোগ পাবেন।