আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২০ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ভাইরাসটি থেকে মুক্তি পেতে সারা বিশ্বের বিজ্ঞানীরা উপযুক্ত ভ্যাসসিন তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বিশ্বে প্রথমবারের মতো ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে রাশিয়া। সারাবিশ্বে ১৬০টির বেশি ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে।ইতোমধ্যে ২৭টি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যাদের মাঝে অক্সফোর্ড বিশ্ববিদ্যালের ভ্যাকসিনকে বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রতিষেধক হিসেবে বিবেচনা করো হতো। তবে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১২ আগস্ট ভ্যাকসিনটির রেজিষ্ট্রেশন দেয়ার ঘোষণা দিয়েছে।

ভ্যাকসিনটি রাশিয়ার গামালিয়া রিসার্চ সেন্টার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবন করা হয়েছে বলে জানানো হয়েছে। কোন ধরণের ক্ষতি ছাড়াই ভ্যাকসিনটি প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে সক্ষম বলে দাবি করা হয়। তবে এই ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নিজেদের তৈরি ভ্যাকসিন কিভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাশিয়ার গামালায়া রিসার্চ ইন্সটিটিউট।