আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিয়ে করছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়

বিয়ে করছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ইনস্টাগ্রামে সাহসী ছবি দিয়ে আগুন ঝরান। টেলিভিশন থেকে বলিউডে নিজের জায়গা পাকা করতে প্রস্তুত মৌনী রায়। এবার খবরের শিরোনামে অন্য কারণে। বিয়ে করতে যাচ্ছেন এই ভারতীয় তারকা। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, শিগগিরই সাত পাঁকে বাঁধা পড়তে যাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী। বর মৌনীর প্রেমিক সুরজ নাম্বিয়া। বিয়ের আসর বসবে আগামী বছর জানুয়ারিতে। তবে মৌনী নিজে এ কথা জানাননি। তাঁর কাজিন ভারতীয় স্থানীয় একটি পত্রিকাকে খবরটি দিয়েছেন। জানা গেছে, ডেস্টিনেশন ম্যারেজ করতে যাচ্ছেন মৌনী। বিয়ের আসর বসতে পারে দুবাই কিংবা ইতালিতে। তবে পশ্চিমবঙ্গের কুচবিহারেও বাজতে পারে বিয়ের সানাই। নিজের জন্ম এই জেলায়, বেড়ে ওঠাও এখানে। তাই জন্মভিটায় বিয়ের আয়োজন হতেই পারে। জানা গেছে, অন্তত বিয়ের একটি অনুষ্ঠান করা হবে সেখানে। দুই পরিবারের মধ্যে কথাবার্তা পাকা। যদিও মৌনীর কাছ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মৌনীর প্রেমিক সুরজ দুবাইয়ের ব্যবসায়ী। বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে তিনি। সুরজ আর মৌনী দীর্ঘদিন ধরে প্রেম করছেন। এই জুটির চার হাত এক হওয়ার অপেক্ষায় ভক্তরা। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও সরব মৌনী রায়। তাঁকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘লন্ডন কনফিডেনশিয়াল’ ছবিতে। গত বছর ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে। আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিতে তাঁর সঙ্গী জাঁদরেল সব তারকা অভিনয়শিল্পী। অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুনের মতো তারকাদের দেখা যাবে সেখানে।