আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিয়ে করেছেন নিলয় আলমগীর

বিয়ে করেছেন নিলয় আলমগীর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২১ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা নিলয় আলমগীর। গত ৭ জুলাই পারিবারিকভাবে বন্ধু তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে নিজেই বিষয়টি জানান তিনি।

নিলয় আলমগীর বলেন, গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। তবে করোনার কারণে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে বড় আয়োজনে অনুষ্ঠান করব।