আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বৃষ্টির কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল পিছিয়ে গেল

বৃষ্টির কারণে বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল পিছিয়ে গেল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২০ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল পিছিয়ে গেল। পূর্ব নির্ধারিত ২৩ অক্টোবর এই ফাইনাল হচ্ছে না। ম্যাচটি হবে রোববার, ২৫ অক্টোবর।
মূলত বৃষ্টি শঙ্কার কথা মাথায় রেখেই এই ফাইনালের সময় সূচি পরিবর্তন করা হয়েছে। ২৫ অক্টোবর, রোববার ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
রাজধানীতে বৃহস্পতিবার, ২২ অক্টোবর টানা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির এই তোড় আরো দুই দিন থাকার সম্ভাবনা রয়েছে। সামনের ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস ও সম্ভাব্য গতিপ্রকৃতি নির্ণয় করে বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনাল পিছিয়ে দিয়েছে।
২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে মাহমুদুলউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন একাদশ। বিসিবি জানিয়েছে ফাইনাল ম্যাচ সরাসরি বিটিভি সম্প্রচার করবে।