বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্ট ড্র
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড
কাগজ স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো শ্রীলঙ্কা! বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্ট শেষ পর্যন্ত ড্রয়ের মুখ দেখে। আগেই দুই ম্যাচ জেতা ইংলিশরা তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানেই জিতলো।
স্কোর: ইংল্যান্ড – ৪১৬ ও ২৩৩/৭ (ডিক্লে.)
শ্রীলঙ্কা – ২৮৮ ও ৭৮/১ (২৪.২ ওভার)
প্রথম দিনই কেবল পুরো নব্বই ওভার সম্পন্ন হয়। পরের চার দিন প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠে আবহাওয়া। বৃষ্টির কারণে পঞ্চম ও শেষ দিনে মাত্র ১২.২ ওভারের খেলা হয়।। আগের দিন ৩৬২ রানের লক্ষ্যে খেলতে নামা লঙ্কানরা বিনা ৩২ রান নিয়ে মাঠ ছাড়ে। শেষদিনেও বৃষ্টি বাধা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তো একটি বলও মাঠে গড়ায়নি।
পরে ব্যাটিংয়ে নামরেও আরো দুই ধাপে বৃষ্টি হানা দেয়! ম্যাচ ড্র হওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৪.২ ওভার শেষে ৭৮ রান। দিমুথ করুনারাত্নে ৩৭ ও কুশল মেন্ডিস ১৭ রানে অপরাজিত থাকেন। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কুশল সিলভা (১৬)।
টেস্ট সিরিজ হারের দুঃস্মৃতি ভুলে লঙ্কানদের সামনে এবার সীমিত ওভারের সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পাঁচটি ওয়ানডে (২১, ২৪, ২৬, ২৯ জুন, ২ জুলাই) ও একটি টি-টোয়েন্টিতে (৫ জুলাই) মুখোমুখি হবে দু’দল। তার আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে (১৬, ১৮ জুন) খেলবে সফরকারীরা।