বেনাপোল বন্দরের রেলপথে ১৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২০ , ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
বেনাপোল (যশোর) প্রতিনিধি : বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে ৪২টি ওয়াগানে ১৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। করোনাভাইরাসের মধ্যে স্থলপথে আমদানিতে নানান জটিলতার কারণে সম্প্রতি রেলপথে বাণিজ্যে আগ্রহী হয়ে উঠছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৯জুন) দিবাগত রাতে পেঁয়াজ ভর্তি কার্গোরেলটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। বুধবার (১০ জুন) নওয়াপাড়ায় এসব পণ্য খালাস শেষে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে। পেঁয়াজের আমদানিকারক হচ্ছে, বগুড়ার বিকে ট্রেডাস, সাতক্ষীরার বাবা ভুলানাথ এন্টারপ্রাইজ ও রিয়াজ এন্টারপ্রাইজ। পৃথক তিনটি এলসিতে এ পণ্য আমদানি করা হয়। পণ্যের রফতানিকারক ভারতের বসিরহাটের শ্রীগুরু ইন্টারন্যাশনাল। ইনভয়েজ অনুযায়ী প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ১৫৫ মার্কিন ডলার। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, পণ্য চালানটি ছাড় করণের জন্য কাস্টমস ও রেলের আনুষ্ঠানিকতা চলছে। কার্যক্রম শেষে চালানটি ছাড় দেওয়া হবে।