বেলারুশে রাশিয়ার সামরিক মহড়া শুরু, যুদ্ধের বার্তা?
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২২ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ইউক্রেন নিয়ে যুদ্ধের শঙ্কার মধ্যে ইউরোপের দেশ বেলারুশে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার ১০ দিনের এ সামরিক মহড়া শুরু হয়। দ্য গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, এ সামরিক মহড়া উপলক্ষ্যে বুধবার বেলারুশে পৌঁছেছেন রাশিয়ার জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া যে ইউক্রেনে সম্ভাব্য একটি যুদ্ধের বিষয়ে আসলেই ভাবছে, সেটা ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে দেখাতেই কি এ মহড়া?
মধ্য জানুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য ও অস্ত্র-সরঞ্জাম বেলারুশে আসতে শুরু করে। সামরিক মহড়ায় প্রায় ৩০ হাজার সেনা অংশ নিচ্ছেন। আল জাজিরার খবরে বলা হয়, এস-৪০০ এয়ার মিসাইল সিস্টেমের দুটি ব্যাটেলিয়ন এবং ১২টি সুখই সু-৩৫ যুদ্ধবিমান বেলারুশে মোতায়েন করা হয়েছে।
ন্যাটো বলছে, স্নায়ু যুদ্ধের সময়ের পর বেলারুশে এটা রাশিয়ার সবচেয়ে বড় সেনা ও অস্ত্র মোতায়েন। রাশিয়া এমন একটা সময়ে এ সামরিক মহড়ার আয়োজন করেছে, যখন ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক সংকট চরমে।
গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো মনে করে, ইউক্রেনে আগ্রাসন চালাতে এ সেনা মোতায়েন করেছে রাশিয়া।