আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বেড়েছে মুরগির দাম, অপরিবর্তিত সবজি

বেড়েছে মুরগির দাম, অপরিবর্তিত সবজি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:০৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


Bazarকাগজ অনলাইন প্রতিবেদক: রোজার মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে কিছুটা বৃদ্ধি পেয়েছে ফার্মের মুরগি ও চিনির দাম। তবে অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি, পেঁয়াজ, রসুন, আদা।

শুক্রবার (১০ জুন) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতারা এমন তথ্য জানান।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এ সপ্তাহে বাজারে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বয়লার মুরগি এবং ৪০ টাকা বাড়তি দামে লেয়ার মুরগি।

চলতি সপ্তাহে বয়লার প্রতি কেজি ১৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে দেশি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে পিস ২৮০ টাকা।

কয়েক সপ্তাহ ধরে বেড়ে যাওয়া দামেই বাজারভেদে মসুর ডাল (দেশি) ১৫০ টাকা, ছোলা ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। আর কেজি প্রতি তিন টাকা বাড়তি দামে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে চিনি।

এদিকে, অপরিবর্তিত দামে আলু ২৫ টাকা, আদা ৬০ টাকা, পেঁয়াজ (দেশি) ৪২ থেকে ৪৫ টাকা, আমদানি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর বৃদ্ধি পাওয়া দামে প্রতি কেজি রসুন (আমদানি) ২১০ থেকে ২২০ টাকায়, দেশি রসুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

হালি প্রতি দুই টাকা কমে ফার্মের মুরগির ডিমের হালি ৩০ টাকা (ডজন ৯০) টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিমের হালি ৩৫ টাকা (ডজন ১০০ টাকা) ও দেশি মুরগির ডিমের হালি ৫০ টাকায় (ডজন ১৫০ টাকা) বিক্রি হচ্ছে।

এদিকে অপরিবর্তিত দামে ঢেঁড়স ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পটল ৫০ টাকা, সব ধরনের শাক ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, গাজর ৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ও করলা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আর সিটি করপোরেশন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে গরু, খাসির মাংস।

অন্যদিকে রাজধানীর বাজারে আগের দামেই রুই মাছ (ছোট) কেজি ২৬০ টাকা, বড় ২৮০ টাকা, ছোট কাতলা ২৫০ টাকা, বড় ৩০০ টাকা, চিংড়ি (ছোট) ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।