আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড বেয়ারস্টোর শতকে ইংল্যান্ডের দিন

বেয়ারস্টোর শতকে ইংল্যান্ডের দিন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


ENG-VS-অনলাইন স্পোর্টস ডেস্ক: জনি বেয়ারস্টোর অপরাজিত শতকে ভর করে লর্ডস টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে ২৭৯ রান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচে শ্রীলঙ্কার হার এড়ানোর বিকল্প নেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ৮৪ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল। পঞ্চম উইকেট জুটিতে ৮০ রান তুলে বিপর্যয় সামাল দেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও বেয়ারস্টো। ১৫ রানের জন্য শতক বঞ্চিত হন কুক।

ওপেনার অ্যালেক্স হেলস ১৮, নিক কম্পটন ১, জো রুট ৩, জেমস ভিঞ্চি ১০ ও মঈন আলী ২৫ রান করে আউট হন। ক্রিস উকসের সঙ্গে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন বেয়ারস্টো।

বেয়ারস্টো ১০৭ ও উকস ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন। ১৬০ বল মোকাবেলায় ১৩টি চারের সাহায্যে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক পূর্ণ করেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বেয়ারস্টো।

লঙ্কানদের হয়ে দু’টি করে উইকেট নেন সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ ও রঙ্গনা হেরাথ।