আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বোনার-মায়ার্সের সামনে অসহায় দেখাচ্ছে টাইগারদের

বোনার-মায়ার্সের সামনে অসহায় দেখাচ্ছে টাইগারদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২১ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : অধিনায়ক মুমিনুল হকের দশম সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের পুনরায় আগ্রাসন এবং শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে ফেরার চেষ্টা- একবাক্যে এই ছিল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সারসংক্ষেপ। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের লাগবে ২৮৫ রান।
এমন সমীকরণ মাথায় নিয়ে আজ রবিবার শুরু হয়েছে চট্টগ্রাম টেস্টের ৫ম ও শেষ দিনের খেলা। এদিন, ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করে ক্যারিবিয়ানরা। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারী)-এর দুই অপরাজিত ব্যাটসম্যান দারুণ খেলছেন বোনার-কাইল মায়ার্স। গতদিন ৩৭ রানে অপরাজিত থাকা মায়ার্স করেছেন হাফ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে অভিষেকের ম্যাচে তিনি ৮৯ বলে ফিফটির দেখা পান। বোনারও খেলছেন দুর্দান্ত। দু’জনের চতুর্থ উইকেটের জুটি ইতিমধ্যে শতরান যোগ করেছে দলীয় স্কোরে। বোনার-মায়ার্সের সামনে অসহায় দেখাচ্ছে মিরাজ-তাইজুলদের।