আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ব্যাংকে ঈদের আমেজ, গ্রাহক চাপ নেই

ব্যাংকে ঈদের আমেজ, গ্রাহক চাপ নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : তিন দিন ছুটির পর দেশের সব ব্যাংক আজ খুলেছে। তবে ব্যাংকগুলোতে গ্রাহকদের তেমন চাপ নেই বললেই চলে। ব্যাংক কর্মকর্তারা ঈদ–পরবর্তী আনন্দ ভাগাভাগি করে সময় পার করছেন। পুরোনো গ্রাহকেরাও এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
করোনাভাইরাসের চলাচলে বিধিনিষেধের কারণে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। রাজধানী ঘুরে দেখা গেছে, গুলশান ও বনানীর শাখাগুলোতে তেমন চাপ নেই। আর মতিঝিলের শাখায় গ্রাহক থাকলেও খুবই কম। এবারের ঈদে ছুটি না পাওয়ায় কর্মকর্তারা অফিস করছেন। তবে করোনায় রোটেশনের কারণে কেউ কেউ অফিসে নেই। যাঁরা অফিসে এসেছেন তাঁরা গল্পগুজব করে সময় পার করছেন। মতিঝিলে অনেক কর্মকর্তাকে দল বেঁধে আড্ডা দিতেও দেখা গেছে।
সব সময় ভিড় লেগে থাকে, মতিঝিলে এমন শাখার মধ্যে ইসলামী ব্যাংকের স্থানীয় শাখা একটি। ওই শাখার ব্যবস্থাপক আনিসুল হক প্রথম আলোকে বলেন, আজ তেমন গ্রাহক চাপ নেই।