আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। লাতিন আমেরিকা অঞ্চলের চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হয়ে গেছে। অর্থাৎ ৩১ মার্চ মাঠে গড়াচ্ছে না ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) শনিবার এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতে কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইপর্বের মার্চের পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। ম্যাচগুলোর সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, বাছাইপর্বের লড়াইয়ে মার্চের ২৫, ২৬, ৩০ ও ৩১ তারিখে লাতিন আমেরিকার দলগুলোর খেলা ছিল। যার একটি ম্যাচ ছিল সুপার ক্ল্যাসিকো, তথা ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। ৩১ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল নেইমার-মেসিদের খেলা। কিন্তু করোনাবিধির কারণে দেশের হয়ে সেই ম্যাচে মেসি ও নেইমার খেলতে পারছেন না বলে জানা গিয়েছিল। করোনাভাইরাস পরিস্থিতিতে ইউরোপের ক্লাবগুলো দলের প্রধান খেলোয়াড়দের ছাড়তে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে অবশেষে বাছাইয়ের সব ম্যাচই স্থগিত করে দিল কনমেবল। লাতিন অঞ্চলের বাছাই টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে আর্জেন্টিনা। তারপর যথাক্রমে ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ের অবস্থান। তথ্যসূত্র: গোল ডট কম।