আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২০ , ৬:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ৭টি গ্রামে অন্তত ৩০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তারা বের হচ্ছেন না। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। গ্রামের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে।প্রতিটি সড়কে ও পাড়া মহল্লায় টহল জোরদার করা হয়েছে। রবিবার থেকে জেলার সরাইলের বেড়তলা, বড়ইবাড়ি, সীতাহরণ, শান্তিনগর গ্রামসহ ৭টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ হোমকোয়ারেন্টাইনে রয়েছে। গত শনিবার ওই এলাকায় মাওলানা জুনায়েদ আহমেদ আনসারীর জানাযায় লাখো মানুষের সমাগম হয়। এরপরই ওই ৪টি গ্রামসহ আশ পাশের ৭টি গ্রামের বাসিন্দাদের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। লকডাউন কড়াকড়ি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যতিত কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। প্রয়োজনীয় কেনাকাটর জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে গঠিত কমিটির সাথে যোগযোগ করলে তারাই কেনা কাটার পর তাদের বিল পরিশোধ করতে হবে।  মকোয়ারেন্টাইনে থাকা পরিবার গুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।