আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি ব্ল্যাকবেরি ছাড়লেন ওবামা

ব্ল্যাকবেরি ছাড়লেন ওবামা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


14অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ঢোকার পর থেকেই ব্ল্যাকবেরি ব্যবহার করতেন। তবে আদিকালের ফোনটি পরিবর্তনই করে বর্তমানে তিনি একটি নতুন স্মার্টফোন ব্যবহার করছেন।

সম্প্রতি মার্কিন টিভি অনুষ্ঠান ‘টুনাইট শো’তে তিনি এ কথা জানান। খবর এনগ্যাজেটের।

টিভি শো’তে উপস্থাপক জিম্মি ফ্যালনকে তিনি বলেন, বিরল ব্ল্যাকবেরিটির বদলে এবার তাকে নতুন একটি স্মার্টফোন দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে তার ফোনটি এতোটাই লক যে, কল করা, গান শোনা, ছবি তোলা বা মেসেজ সেন্ডের কোনটাই করা যায় না। ওবামা বলেন, ‘এটা অনেকটা খেলনা ফোনের মতো যা আপনারা ৩ বছরের বাচ্চাকে খেলার জন্য দেন।’