আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘ভারতকে চোকার্স বলে ডাকতে পারেন’

‘ভারতকে চোকার্স বলে ডাকতে পারেন’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১২, ২০২২ , ৬:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চলমান টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভারত। এই হারে আরও এক সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলে ভারতকে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতকে এখন চোকার্স ডাকা যাবে বলে মন্তব্য করেছেন ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। এরপর চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিলো ভারত। আর তাই ভারতকে ‘চোকার্স’ ডাকা অযৌক্তিক বলে মনে করছেন না ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। কপিল দেব বলেন, ‘হ্যাঁ, আমরা ভারতকে এখন চোকার্স ডাকতে পারি। তারা কাছে যায় এবং ধাক্কা খায়।’ ভারতের সমালোচনা করলেও তাদের অর্জনের কথা স্মরণ করিয়ে তিনি আরও বলেন, ‘সমালোচনায় খুব বেশি কঠোর হবেন না। এটা ঠিক যে ভারত খারাপ ক্রিকেট খেলেছে। কিন্তু আমরা শুধু এক ম্যাচের ওপর ভিত্তি করে তাদের অতিরিক্ত সমালোচনা করতে পারি না।’