আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি

ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২০ , ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতে ফের সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটলো। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৪১৮ জনের।

এই নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লক্ষ ৯০ হাজার ৪০১ জন। এর আগে বুধবার দেশটিতে নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হন ১৫ হাজার ৯৬৮ জন।

এখনও পর্যন্ত ভারতে যতজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ লাখ ৭১ হাজার ৬৯৭ জন রোগী চিকিৎসা সহায়তায় সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস থেকে সেরে উঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৪২ শতাংশে।

ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩টি।

বিশ্বে করোনা তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে জায়গা পেয়েছে ভারত।