আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে একদিনে করোনা আক্রান্ত ৪৫ হাজারের বেশি

ভারতে একদিনে করোনা আক্রান্ত ৪৫ হাজারের বেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২১ , ১:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ভারতের দৈনিক কোভিড সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কিছুটা কমলেও ৪৫ হাজারের বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি দেশটিতে দৈনিক মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। পুরো মহামারি পর্বে কোভিড ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৮৮ এবং মহারাষ্ট্রে ৫৫ জনের মৃত্যু হয়েছে। বাকি সব রাজ্যে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক মৃত্যু।

টানা এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়াচ্ছে। এর জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১০ হাজার ১৯৫। এর জেরে আবার চার লাখের দোরগোড়ায় পৌঁছে গেল সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জন।