আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে একদিনে কোটির বেশি টিকাদান

ভারতে একদিনে কোটির বেশি টিকাদান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২১ , ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কিছুদিন আগেও করোনাভাইরাসের অন্যতম হটস্পট ছিলো ভারত। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু কমে আসলেও প্রতিনিয়ত ছড়াচ্ছে ভাইরাসটি। এরমধ্যেই চলছে টিকাদান কার্যক্রম। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে নিতে ভারতজুড়ে এখন টিকাদান মহাযজ্ঞ চালাচ্ছে।
গতকাল শুক্রবার (২৭ আফস্ট) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা প্রদান করা হয়েছে। টিকাদান নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর টিকাকরণ কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। ১ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সকলকে অভিনন্দন জানাই।’
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার ভারতে একদিনে ১ কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়া হয়েছে। যা এ পর্যন্ত দৈনিক টিকাদানের হিসেবে সবচেয়ে বেশি।
দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান নিয়ে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৩৫৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ৮০৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ১২ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার ৬০ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন।