আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়াল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২০ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৮ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছেন ৫৮৭ জন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৫ হাজার ১৯১ জন। মারা গেছেন ২৮ হাজার ৮৪ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২০ হাজারের বেশি রোগী। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠার হার ৬২.৭২ শতাংশ। ভারতে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লাখ ২ হাজার ৫২৯ জন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বলছে, লাগাতার ২ সপ্তাহ ধরে ভারতে করোনা আক্রান্ত রোগী বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশটিতে একধাক্বায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার কমেছে।