আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমেছে

ভারতে নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমেছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২১ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন কিছুটা স্বস্তির সুবাতাস দেখা দিয়েছে। করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর টানা উল্লম্ফনের মধ্যে সোমবার (১০ মে) কিছুটা কমেছে সেই সংখ্যা। তবে দৈনিক মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরেই। অন্যদিকে দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও এখনও তা রয়েছে সাড়ে তিন লাখের ওপরে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৭৫৪ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। এর ফলে দেশটিতে টানা চারদিন পর করোনা শনাক্ত ৪ লাখের নিচে নামল। টানা তিনদিন পর করোনায় মৃত্যু নেমেছে চার হাজারের নিচে। আজ সোমবার (১০ মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ফলে করোনায় দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে। আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে। দেশটিতে ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এরপর শনাক্ত কিছুটা কমে আসলেও গত ৪ দিনে টানা চার লাখের বেশি ছিল।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে গত ৭ মে করোনায় একদিনে চার হাজার মৃত্যু হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
করোনায় আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মানুষের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার। তবে ভারতে একদিনে নমুনা পরীক্ষাও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ১৪ লাখ ৭৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৩ জনের।
সূত্র: এএনআই, আনন্দবাজার পত্রিকা।