ভারতে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২১ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭০ জন। এর আগের দিন আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৭০০ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৬১৬ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে ৩৭০ জনের বেশি এবং মৃতের সংখ্যা কমছে ১২৫ জন।
তবে উন্নতি হয়েছে দৈনিক সুস্থতার চিত্রে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৯৪৪ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৪০ হাজার ২৭১। রোববারের বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে করোনায় দৈনিক আক্রান্তের শতকরা হার ২ দশমিক ২৭ এবং এ রোগ থেকে সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ আগস্ট, কেরালায়। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন মোট ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জন।