ভারতে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ বুধবার থেকে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২২ , ৪:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : শিশুদের নতুন বয়সসীমার টিকাকরণের প্রস্তুতি শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ শুরু করতে যাচ্ছে। তিনি জানান, আগামী বুধবার থেকেই শিশুদের টিকা দেয়ার কাজ শুরু হবে। একইসঙ্গে ওই দিন থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ষাটোর্ধ্ব ব্যক্তিরা ওই টিকা নিতে পারবেন।
ভারতে মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৮ শতাংশকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। দেশটিতে ৮১ কোটি ১০ লাখ মানুষকে করোনা টিকার পূর্ণ ডোজ দেয়া হয়েছে।