ভারতের কোচ হতে আগ্রহী ভেঙ্কাটেশ প্রশাদ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড
কাগজ অনলাইন ডেস্ক: শাস্ত্রী ও সন্দীপ পাতিলের পর এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন দেশটির সাবেক ফাস্ট বোলার ভেঙ্কাটেশ প্রসাদ ও বলবিন্দর সিংহ সান্ধু। বুধবার (০৮ জুন) এই দুই সাবেক ক্রিকেটার বিসিসিআইয়ে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন।
সম্প্রতি প্রশাদকে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জন্য বিসিবি থেকে প্রস্তাব করা হয়েছিলো। তবে জিম্বাবুইয়ান হিথ স্ট্রিকের জায়গায় তিনি বসতে নিজের অপারগতা জানিয়েছিলেন। এখন তিনি ভারতীয় কোচ পদে আবাদেন করলেন।
এ প্রসঙ্গে ভেঙ্কাটেশ প্রসাদ বলেন, ‘আমি ভারতীয় কোচের পদে আবেদন জানিয়েছি।’
প্রসাদ বর্তমানে বিসিসিআই এর জুনিয়র নির্বাচক কমিটিতে রয়েছেন। তিনি জাতীয় দলের হয়ে ৩৩টি টেস্টে ৯৬টি উইকেট ও ১৬১টি ওয়ানডে ম্যাচে ১৯৬টি উইকেট নিয়েছেন। তিনি এর আগে ভারতীয় জাতীয দলের বোলিং কোচ ছিলেন।
এদিকে সান্ধু ১৯৮৩‘র বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সান্ধু বলেন, ‘আমি জানি সন্দীপ ও রবি এই পদের জন্য আবেদন জানিয়েছেন। আমি ওদের শুভেচ্ছা জানাই।’
সান্ধু আটটি টেস্ট ও ২২টি ওয়ান ডে খেলেছেন। তিনিই ১৯৮৩তে বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে প্রথম উইকেটটি নিয়েছিলেন। খেলা ছাড়ার পর কোচিংও করিয়েছেন তিনি।
আগামী ১০ জুন আবেদন জানানোর শেষ দিন।