আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ভারতের কোচের পদে আবেদন করেছেন শাস্ত্রী

ভারতের কোচের পদে আবেদন করেছেন শাস্ত্রী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Ravi-shastrঅনলাইন স্পোর্টস ডেস্ক: ভারত জাতীয় ক্রিকেট দলের কোচের পদের জন্য আবেদন করেছেন সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ভারতীয় সাবেক এ ক্রিকেটার ব্যাপারটি নিশ্চিত করেন। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত দলের ডিরেক্টর পদে কাজ করেছিলেন তিনি।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল থেকে বিদায়ের পর টিম ডিরেক্টর পদ থেকে সরে যাওয়া শাস্ত্রী বলেন, ‘হ্যা, আমি প্রধান কোচের পদের জন্য আবেদন করেছি। একজন কোচের জন্য যা যা চাওয়া হয়েছে, আমি একটি মেইলের মাধ্যমে সবই দিয়েছি।’

২০১৪ সালে টিম ডিরেক্টর হিসেবে মোটামুটি সফল ছিলেন শাস্ত্রী। তার অধীনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপে শেষ চার নিশ্চিত করে ভারত। এছাড়া আট সপ্তাহের জন্য আইসিসি টেস্ট ৠাংকিংয়ে শীর্ষে জায়গা করে দলটি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ হোয়াইওয়াশ করে অজিদের।