আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতের ক্রিকেটে ফিরলেন হংকংয়ের অধিনায়ক

ভারতের ক্রিকেটে ফিরলেন হংকংয়ের অধিনায়ক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২১ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভারতের আসন্ন ঘরোয়া মৌসুমের ক্রিকেটে খেলবেন হংকংয়ের সাবেক অধিনায়ক আনশুমান রাঠ। তিনি অবশ্য ভারতীয়। তার জন্ম উরিষ্যায়। কিন্তু খেলেন হংকংয়ের জাতীয় দলে। কিন্তু গতবছর ওয়ানডে স্ট্যাটাস হারানোর পর হংকং ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ভারতের মাটিতে খেলার উদ্দেশ্যে চেষ্টা করে যাচ্ছেন অনেকদিন আগে থেকেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শর্ত মেনে এক বছর বাধ্যতামূলকভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন এই ভারতীয় পাসপোর্টধারী ক্রিকেটার । যার ফলে এখন স্থানীয় ক্রিকেটার হিসেবেই ভারতে খেলতে পারবেন তিনি। ২০২১-২২ মৌসুমে উড়িষ্যার হয়ে খেলবেন ২৩ বছর বয়সি রাঠ। রাঠের লক্ষ্য আইপিএল। যে কারণে ভারতের ঘরোয়া লিগে নজরকাড়া পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।আনশুমানের ইচ্ছা উড়িষ্যার হয়ে রনজি ট্রফিতে ভালো করা এবং নিজেকে আইপিএলের জন্য যোগ্য হিসেবে প্রমাণ করা। অক্টোবরে হতে যাওয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সুযোগ পাওয়ার আশায় রয়েছেন তিনি। এ বিষয়ে রাঠ বলেছেন, ‘আমি এক বছর কুলিং অফ পিরিয়ড কাটিয়েছি এবং নাগপুরে ক্রিকেট খেলেছি। আশা ছিল বিধর্বার হয়ে খেলার। কিন্তু সেখানে যখন কাজ হলো না, তখন আমাকে নতুন কিছুর খোঁজ করতে হয়েছে। এরপরই উড়িষ্যায় সুযোগ পেলাম।’কংয়ের হয়ে ১৮ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন আনশুমান। ২০১৮ সালের এশিয়া কাপে দলের অধিনায়ক ছিলেন রাঠ। যেখানে ভারতের বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল হংকং।