আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ‘ভারতের দরিদ্রদের এই মুহূর্তে টাকা দরকার, ঋণ নয়’

‘ভারতের দরিদ্রদের এই মুহূর্তে টাকা দরকার, ঋণ নয়’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২০ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের দরিদ্রদের এই মুহূর্তে টাকা দরকার, ঋণ নয় বলে জানিয়েছেন বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এনডিটিভি, দ্য হিন্দু ও জি নিউজ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এসময় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ অর্থনীতির জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যদি সরকার এর পরিবর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দেন তবে আসন্ন দিন গুলো বিপর্যযয়ে রুপ নিবে। জুম ভিডিও কলের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধী কৃষক এবং অভিবাসীদের জন্য তাত্ক্ষণিকভাবে ত্রাণ সরবরাহ করতে না পারা এবং “ঋণের প্যাকেজ” সম্পর্কেও গুরুতর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাহুল গান্ধী বলেন, আমাদের জনগণের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। মোদিজির সরাসরি নগদ স্থানান্তর, এমএনআরইজিএ-র অধীনে ২০০ দিনের কর্মদিবস, কৃষকদের জন্য অর্থ সম্পর্কে চিন্তা করা উচিত, কারণ তারা ভারতের ভবিষ্যত।