আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভারী হচ্ছে নির্বাচনী হাওয়া

ভারী হচ্ছে নির্বাচনী হাওয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৩ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


সানি আজাদ : দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার। গতকাল এক পরিপত্রে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে আরও বলা হয়, এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় হতে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ/আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এদিকে, আগামী ২৭ ডিসেম্বর আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলের সভাপতি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। গতকাল দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরএ কথা বলেন। এ সময় আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করবে আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ। অন্যদিকে, ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কার্য ক্রম চলছে। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা প্রতীক সংগ্রহ করছেন। এরই মধ্যে অনেকে পেয়ে গেছেন নৌকা, লাঙ্গলসহ অন্যান্য প্রতীক। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়।দুপুর পর্যন্ত পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন। অন্যদিকে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ৪,৫,৬,৭ আসনে প্রতীক দেওয়া হয়েছে। এই কার্যালয়ে ৪-১৮ আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হচ্ছে। ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির সালমা ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগের সালমান এফ রহমান নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়া আ. হাকিম, এনপিপি, (আম), সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা),. শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ), মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে) ও মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) পেয়েছেন। ঢাকা-২ (কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ) আসনে ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক), আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার), অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা), শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল) পেয়েছেন। ঢাকা-৩ (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন) আসনে মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. রমজান, মুক্তিজোট (ছড়ি), মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক), আব্দুস সালাম, এনপিপি (আম), নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা) ও মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব) পেয়েছেন। ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম ( সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন। ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন। অন্যদিকে, ঢাকা–৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীক পেয়েছেন। আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃনমুল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি–জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন। ঢাকা–৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রীম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারি (মশাল) প্রতীক পেয়েছেন। ১. ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা)। ২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল)। ৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব)। ৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ)। ৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক)। ৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)। ৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)। ৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম)। ৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা)। ১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম ( নোঙ্গর)। ঢাকা-২০ (ধামরাই)। ১. বেনজীর আহমদ, আওয়ামী লীগ (নৌকা)। ২. খান মোহাম্মদ ইসরাফিল, জাতীয় পার্টি (লাঙ্গল)। ৩. এম এ মালেক, স্বতন্ত্র (ট্রাক)। ৪. মোহাদ্দেছ হোসেন, স্বতন্ত্র (কাঁচি)। ৫. মো. আমিনুর রহমান, মুক্তিজোট (ছড়ি)। ৬. মো. মিনহাজ উদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা)। ৭. রেবেকা সুলতানা, এনপিপি (আম)। এদিকে, আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।