আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘ভালোবাসি তোমায়’ সিনেমার ক্যামেরা ক্লোজ

‘ভালোবাসি তোমায়’ সিনেমার ক্যামেরা ক্লোজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৪ , ৩:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : মজুমদার ফিল্মস স্বত্বাধিকারী ফারুক হোসেন মজুমদার প্রযোজিত ‘ভালোবাসি তোমায়’ সিনেমার গানের শুটিং এর মাধ্যমে শেষ হয়েছে। সামছুল হুদা’র নির্দেশনায় রোহান বেলাল এর কোরিওগ্রাফিতে গান দুইটিতে অভিনয় করেছেন চিত্র নায়িকা শিরিন শিলা ও চিত্র নায়ক কায়েস আরজু। চিত্রগ্রহন করেছেন আরিয়ান। ফারুক মজুমদার ঢাকা বলেন, এর আগেই আমরা সিনেমার দৃশ্যে ধারনের কাজ শেষ করেছি। আজ স্যুটিং শেষ হচ্ছে গানের মধ্য দিয়ে দিয়ে পুরো ছবির শুটিংয়ের কাজ শেষ হলো। আশা করি সুন্দর একটি সময় দেখে ছবিটি মুক্তি দেব। বর্তমানে ছবির কালারের কাজ চলছে। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। আর ছবিটি পরিচালনা করছেন আনোয়ার সিকদার নির্বাহী প্রযোজক ফরহাদ হোসেন মজুমদার । শিরিন শিলা-কায়েস আরজু ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন ,ইরা শিকদার,অন্তর,বড়দা মিঠু,রেবেকা,নাদের চৌধুরী,সাহেলা,শফিক খান দিলু,অঞ্জলি রায়, ফাইয়াজ ববি,জ্যাকি আলমগীর, সরল হাসমত,বরিশাল্লা বাদল,সাইফুল, সাথী ইসলাম,অঞ্জলী রায় ও ড্যানি সিডাক। সংগীত পরিচালনা করছেন টিটন মামা ও এস কে সাগর শান। অন্যান্য গানের কোরিওগ্রাফার ছিলেন সাইফুল ইসলাম, আজাদ ও রকি। গানে কন্ঠ দিয়েছেন বেলাল খান,আতিয়া আনিসা,কাজী শুভ, লেমিস,এস কে সাগর ও কামরুজ্জামান রাব্বি। ফাইট ডিরেক্টর যুগান্তর চাকমা চায়নীজ।মিডিয়া পার্টনার এটিএন বাংলা।