আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২১ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


চট্টগ্রাম প্রতিনিধি : তৃতীয় দফায় স্থানান্তরের অংশ হিসেবে আজ শনিবার ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নিয়ে চারটি জাহাজ চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। বেলা একটার দিকে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছায়।
সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে রোহিঙ্গারা রওনা হয়।
গতকাল শুক্রবার নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। এর মধ্যে একজন হলেন সুমাইয়া আক্তার। তিনি বলেন, ‘আগে আমরা ঝুপড়িঘরে ছিলাম। এখানে পাকা ঘর পেয়েছি। আশা করি, এখানে ভালো কাটবে।’ এর আগে গত মাসে দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সরকারি সংস্থার কর্মকর্তারা বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক প্রায় ৪০ হাজার শরণার্থীর তালিকা প্রস্তুত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে চতুর্থ দফায় আরও অন্তত পাঁচ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।