আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভুটানকে চার গোল দিয়ে বাংলাদেশকে দুইয়ে নামালো নেপাল

ভুটানকে চার গোল দিয়ে বাংলাদেশকে দুইয়ে নামালো নেপাল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২১ , ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে সবার ওপরে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। তবে বেশিক্ষণ ওপরে থাকতে পারেননি মারিয়া-আঁখিরা। রাতেই স্বাগতিকদের দুইয়ে নামিয়ে শীর্ষে বসেছে নেপাল।  রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানের জালে ৪ গোল দেয়ে শীর্ষে উঠে যায় নেপাল। তিন ম্যাচে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট ৭ করে। তবে গোলগড়ে এগিয়ে শীর্ষে নেপাল, দুইয়ে বাংলাদেশ। নেপালের সহজ জয়ে জোড়া গোল করেছেন মেনুকা আলে মাগার। একটি করে গোল রজনী থোকার ও কুসুম খাতিওয়দা। এই হারের শ্রীলঙ্কার পথ ধরে ভুটানও বিদায় নিলো টুর্নামেন্ট থেকে। ভুটানের এটাই ছিল শেষ ম্যাচ। নেপালের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। ওই ম্যাচ জিতলে বা ড্র করলে ফাইনাল নিশ্চিত হবে তাদের।