আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৫ শরণার্থী নিয়ে নৌকাডুবি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২০ , ১২:২৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশিসহ ৩৫ জন শরণার্থী নিয়ে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনা ঘটে।
ওই নৌকায় বাংলাদেশি ছাড়াও সিরিয়া, মিশর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন। খবর ডেইলি সাবাহর।
জানা যায়, স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় এলাকা জেলাইটেন থেকে নৌকাটি যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার ভূমধ্যসাগরে এটি ডুবে যায়। এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার নৌকা তাদের মধ্য থেকে ২২ জনকে উদ্ধার করতে পারলেও ১৩ জন নিখোঁজ ছিল।
জাতিসংঘ জানিয়েছে, নিখোঁজ ১৩ জনের মধ্যে দুই সিরীয়সহ ৩ জনের মরদেহ উদ্ধারকর্মীরা সাগর থেকে তুলে এনেছেন। বাকি দশ জনের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত এ অঞ্চলে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।