আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপির প্রার্থী শ্রাবন্তী

ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিজেপির প্রার্থী শ্রাবন্তী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২১ , ২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর ভোটের মাঠে নেমেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি।
মনোনয়ন পেয়ে নিবার্চনী প্রচারণায় নেমেছেন অভিনেত্রী। তিনি ছেলেবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে উঠেছেন। এখনও লালুদার ফুচকার টানে বাইপাসের অভিজাত আবাসন থেকে মাঝে মাঝেই এখানে চলে আসেন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, ভারতীয় সেনা পরিবারের এই মেয়ে। তাই ঘরের মেয়েকেই এবার আশীর্বাদ করবে পশ্চিম বেহালা, এমন আশা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বেহালা পশ্চিম কেন্দ্রে কঠিন লড়াই। প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়। সিপিএম প্রার্থীর স্থানীয় পরিচিতি আছে। দীর্ঘদিনের কর্মী ও এলাকায় চেনা মুখ নীহার ভক্ত। তবে মূল লড়াই পার্থ বনাম শ্রাবন্তী। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে শ্রাবন্তীকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। প্রার্থীপদ ঘোষণার পর পরশু বিকাল থেকে প্রচার শুরু করেছেন। তবে তা ছিল মন্দিরে পূজা দেওয়া এবং ধারাপাড়ার কিছু বাড়ি ঘোরার মধ্যে সীমাবদ্ধ।
বেহালা থানার বিপরীতে এলাকার প্রাচীনতম জোড়া শিব মন্দিরে পূজা দিয়ে প্রায় ৩০০ কর্মী নিয়ে প্রচারে নামেন তিনি। সূত্র: জি নিউজ