আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ভোলায় সবুজ আন্দোলন’র পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

ভোলায় সবুজ আন্দোলন’র পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২০ , ২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ভোলা  প্রতিবেদক : পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন সারাদেশে জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশের বিপর্যয় রোধে কাজ করছে। সংগঠনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার’র নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের ভোলা জেলার সমন্বয়কারী, দাউদ ইব্রাহিম সোহেলের নেতৃত্বে শহরেরগাজিপুর রোড,ধনিয়া এলাকায় শতাধিক ফলজ,বনজ ও কাঠ গাছের চারা রোপন করা হয়। দাউদ ইব্রাহিম সোহেল বলেন,আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নির্দেশে ভোলা জেলায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করলাম। উপকূলীয় অঞ্চলের মানুষ হিসেবে সবুজ আন্দোলন আমাদের বাঁচা মরার আন্দোলন। আমরা সরকারের কাছে দাবি জানায় নদীর দখল, দূষণ ও ভাঙ্গান রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সবুজ আন্দোলনকে পাশে নিয়ে কাজ করতে। সবুজ আন্দোলন মুলত জলবায়ু সংকট ও তহবিল আদায়ে রাষ্ট্র পক্ষে শিল্পোন্নত দায়ী রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। এ সময় বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।