আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা, এবার বন্ধ হলো দৈনিক পত্রিকা

ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা, এবার বন্ধ হলো দৈনিক পত্রিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২২ , ৭:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। কাগজের অভাবে দেশটির বিভিন্ন পরীক্ষা বন্ধ হয়ে আছে। এরই মধ্যে এবার কাগজের অভাবে দেশটির দুটি অন্যতম দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ হয়ে গেছে। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুই কোটি ২০ লাখের দক্ষিণ এশিয়ার এই দেশটি এর আগে এতটা অর্থনৈতিক সংকটে পড়েনি। ব্যক্তি মালিকানাধীন উপালি সংবাদপত্র বলেছে, তাদের ইংরেজি ভাষার দৈনিক, দ্য আইল্যান্ড ও এর সিংহলি সংস্করণ, ডিভাইনা এখন থেকে শুধুমাত্র অনলাইন সংস্করণ থাকবে। প্রিন্টের কাগজ এবং আর্থিক ঘাটতির কারণে আর প্রকাশ হচ্ছে না। পরবর্তীতে কবে নাগাদ প্রিন্ট আকারে প্রকাশ হতে পারে সে সম্পর্কেও কিছু বলা হয়নি।
এছাড়া দেশটির অন্যান্য দৈনিক পত্রিকাগুলোও তাদের পাতা কমিয়েছে। গত পাঁচ মাসে খরচ এক তৃতীয়াংশ বৃদ্ধি ও বিদেশ থেকে সরবরাহ নিশ্চিত করতে অসুবিধার কারণে এই অবস্থা বলে জানানো হয়েছে। এর আগে কাগজ সংকটের কারণে দেশটির প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। এনডিটিভি।