আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২১ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রমনা থানায় মামলা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি জানান, সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা করেছে। মামলা নম্বর ৩০। এর আগে গতকাল সোমবার ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ। তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে ৯ মাসের কন্যাশিশু সুবহানা ও তার মা জান্নাতের (২৫) মৃত্যু হয়েছে। বাকিরা হলেন- স্বপন, এফএম রেডিও ধ্বনির সাবেক কর্মী মোস্তাফিজুর রহমান (২৯), আবুল কাশেম এবং অজ্ঞাতনামা আরও ২ জনের মৃত্যু হয়েছে।