আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মঙ্গলবার থেকে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু

মঙ্গলবার থেকে বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২১ , ৫:২৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে মহামারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেছেন, দেশের সবাইকেই দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ‌আপনারা দেখেছেন গত কিছু দিনে ওমিক্রনের কারণে বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমাদের এখানেও ওমিক্রন শনাক্ত হয়েছে—এটা সবাই জানে। ওমিক্রনের থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে সবাই ভ্যাকসিন নেয়। তিনি আরো বলেন, বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন করে না। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সবাইকে ভ্যাকসিন দিতে পারছি।