আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মঞ্চ মাতাতে আসছেন জেমস

মঞ্চ মাতাতে আসছেন জেমস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২১ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনা প্রকোপের কারণে জনসমাগম এড়াতে দেশের সবরকম কনসার্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নগরবাউল জেমস। তবে সম্প্রতি সংক্রমণ কমে আসায় আবারও মঞ্চে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় এ সংগীততারকা। আগামী ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘নভেম্বর রেইন’ নামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। জেমসের মুখপাত্র রবিন গণমাধ্যমকে জানান, ‘নভেম্বর রেইন’ কনসার্টটি আয়োজন করেছে ‘ব্র্যান্ডমিথ কমিউনিকেশন’।

আয়োজকরা জানায়, কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরই মধ্যে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। নগরবাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। সেগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। তবে টিকিটের দাম কত হবে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা।