আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মনোজ-মৌয়ের বিয়ে!

মনোজ-মৌয়ের বিয়ে!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২১ , ১:৩৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   পরিচালক চয়নিকা চৌধুরী তার ফেসবুকে নতুন একটি ফটো অ্যালবাম তৈরি করেছেন। অ্যালবামের নাম ‘মনোজ ও মৌ এর বিয়ে..২৯/০৪/২১’। নির্মাতার এ পোস্টে চোখ আটকে গেছে অনেকের। কমেন্টস বক্সে মনোজ-মৌকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা। সত্যি কি বিয়ে করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক ও উপস্থাপিকা মৌসুমী মৌ? এমন প্রশ্ন অনেকের মনে। কারণ, চয়নিকা চৌধুরীর শেয়ার করা ছবিগুলোতে বিয়ের সাজেই দেখা গেছে তাদের। দুজনের গলায় গোলাপ ফুলের মালা। মনোজ পরেছেন কালো পাঞ্জাবি, মৌয়ের গায়ে লাল শাড়ি।

ফেসবুকে এমন ছবি দেখে চমকে গেছেন অনেকেই। হঠাৎ করেই বিয়ে হয়ে গেল তাদের! বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছবিগুলো শেয়ার করেন চয়নিকা। ক্যাপশনেও লিখেছেন, ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’ মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবিগুলো। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি চয়নিকা, মনোজ বা মৌ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে নয়, নাটকে বিয়ে করেছেন মনোজ-মৌ। তাদের বিয়ে দিয়েছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি করোনামুক্ত হয়েছেন এ নির্মাতা। তারপরই নির্মাণ করেছেন ‘স্যারের মেয়ে’ শিরোনামের একটি নাটক। এ নাটকেই জুটিবদ্ধ হয়েছেন মনোজ-মৌ। আসছে ঈদে একটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটির।