আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মনোহরদীতে মাথাগোজার ঠাই পাচ্ছেন আরো ১৯ পরিবার

মনোহরদীতে মাথাগোজার ঠাই পাচ্ছেন আরো ১৯ পরিবার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে সারা দেশের ন্যায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলাতে এ কার্যক্রম এগিয়ে চলেছে অদম্য গতিতে। গতকাল উপজেলা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম। তিনি আরো জানান, মনোহরদী উপজেলাতে এই কার্যক্রমের আওতায় ১ম ও ২য় পর্যায়ে মোট ৫০ টি পারিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ৩য় পর্যয়ে এই উপজেলার ১৭২টি একক গৃহের অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে বর্তমানে খিদিরপুর ইউনিয়নে ৯টি এবং গোতাশিয়া ইউনিয়নে ১০টি, মোট ১৯টি একক গৃহ নির্মান কাজ সম্পন্ন হয়েছে। গৃহসমূহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে। এসব গৃহে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে এবং প্রতি ১০টি ঘরের জন্য ১ টি করে নলকূপ স্থাপন করা হয়েছে। এ সকল গৃহ নির্মাণ ও হস্তান্তরের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, ডিজাইন ও স্পেসিফিকেশন পরিপূর্ণভাবে অনুসরণ ও নিয়মিত মনিটরিং এর প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। ২৬ এপ্রিল ২০২২ খ্রি সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে ৩য় পর্যায়ে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ৩২৯০৪ জন উপকারভোগীর নিকট ভূমি ও গৃহ হস্তান্তর করা হবে, যার মধ্যে এ উপজেলায় রয়েছে ১৯ টি গৃহ।

মনোহরদী উপজেলা পরিষদ হলরুম থেকে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। উপজেলায় সকাল ৯.৩০ মিনিটে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে যা কেন্দ্রীয় অনুষ্ঠানের পূর্বে সমাপ্ত হবে। এ সময় সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহ প্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রত্যেক উপকারভোগীর নিকট হস্তান্তর করা হবে। এসময় মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র, গোতাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত রবিন, খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।