আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মমতা ভোট দেবেন বিকেলে

মমতা ভোট দেবেন বিকেলে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরের উপনির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দেননি রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে উপনির্বাচনে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ বিধানসভা নির্বাচনে মমতার দল জিতলেও তিনি পরাজিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে তাকে অবশ্যই একটি আসনে বিজয়ী হতে হবে।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, বিকেল ৪টার পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাইপো তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর ২টার পর ভোট দিতে যেতে পারেন। এ নির্বাচনে জিততে না পারলে মুখ্যমন্ত্রীর পদ থাকছে না মমতার। এ কারণে রাজ্যের আরও দুটি আসনে বিধানসভার উপনির্বাচন হলেও সবার নজর এখন ভবানীপুরের দিকেই। নির্বাচনে মমতার বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কঠোর নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।